শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ত্রাণ নিয়ে টানাটানি, মালদায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই কাড়াকাড়ি লাগিয়ে দিলেন স্থানীয়রা

Kaushik Roy | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বন্যায় মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পাশাপাশি, রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এদিন সেই নির্দেশ মতই মালদার মানিকচক ব্লকের ভূতনিতে নিয়ে যাওয়া হচ্ছিল ত্রাণ। কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই লুঠ হয়ে যায় সেই ত্রাণ। মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেখানেই ত্রাণ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে।

 

উল্লেখ্য, শনিবার মালদার বন্যা কবলিত মানিকচক এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। ফোনেই একথা বলেন তিনি। উপস্থিত বানভাসি মানুষদের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাইকে শোনান ফিরহাদ‌। এছাড়াও ফোনে মুখ্যমন্ত্রী জানান, মানুষ ও গবাদি পশুদের জন্য খাবার পাঠানো হবে। সেইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জল নামার পরেই সারিয়ে তোলার কাজে হাত লাগাবে রাজ্য সরকার।

 

 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আবেদন করেন এই মুহূর্তে নৌকায় যাতায়াত বন্ধ রাখতে। যদি নৌকার প্রয়োজন হয় তবে সেটা যেন প্রশাসনের নজরে আনা হয়। প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হবে। এদিন মানিকচকের গোপালপুরে ফিরহাদ যান। সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর এই বার্তা তিনি সকলকে শোনান। ফিরহাদের সঙ্গে ছিলেন জেলা শাসক ও প্রশাসনের অন্য কর্তারা। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, বন্যায় জেলায় এখনও পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

দুর্ঘটনা এড়াতে জনগণকে এই মুহূর্তে নৌকা চড়া থেকে দূরে থাকতে মুখ্যমন্ত্রী আবেদন করলেও তার কয়েক ঘন্টার মধ্যেই মালদায় মাঝ গঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকায় এই নৌকাডুবি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকাই ডুবে যায় নৌকা। 

 

সরকারি মতে নৌকায় পাঁচজন ছিল। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং এক শিশু নিখোঁজ।  তাদের খোঁজ করছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'এখন পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।' মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন।


mamata banerjeeWest BengalLocal News

নানান খবর

নানান খবর

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া